পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ঘুরতে আসা রাইডারের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া-বটতলী এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
একই দিনে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। তাঁর নাম ফরহাদ আহমেদ (৩০)। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহফুজ হাসান (৩০) গুরুতর আহত হয়েছেন।
নিহত ফরহাদ আহমেদ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে। তিনি রাজধানী ঢাকার নিউমার্কেট-এলিফ্যান্ট রোড এলাকায় থাকতেন। আহত মাহফুজ হাসান ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন রাইডারের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘুরতে আসছিলেন। বিকেলে মোটরসাইকেলগুলো বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের সরকারপাড়া-বটতলী এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে দেবীগঞ্জগামী একটি গরুবাহী ট্রাকের সঙ্গে ফরহাদ আহমেদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে তাঁদের সঙ্গে থাকা অন্য রাইডাররা স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে রংপুরে নিয়ে সন্ধ্যায় সেখানে চিকিৎসা শুরুর পরপরই ফরহাদ আহমেদ মারা যান। মাহফুজ হাসান সেখানে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে যান। তবে ট্রাকচালকের একজন সহকারীকে (১৬) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের ১৬ বছর বয়সী সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলাও হয়েছে।