লক্ষ্মীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যায় তোলা
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়কের সাইফিয়া দরবার শরিফের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে অন্য মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন।

নিহত দুই বন্ধু হলেন সাফায়েত হোসেন (১৮) ও মো. রাজন (১৮)। সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী এলাকার মনজুর ছেলে এবং রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাফায়েত ও রাজন মোটরসাইকেলে করে মজু চৌধুরী হাটে ঘুরতে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়কের সাইফিয়া দরবার শরিফের কাছে পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সাফায়েত নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে রাজনও মারা যান।

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সাফায়াত ও রাজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তুষার নামের আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।