মেট্রোরেল ব্যবহারের সুবিধার্থে টঙ্গীবাসীর জন্য শাটল বাস সার্ভিস চালু
মেট্রোরেল ব্যবহার করে রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড থেকে দিয়াবাড়ি পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর মাধ্যমে টঙ্গী ও আশপাশের এলাকার লোকজন সহজেই মেট্রোরেলের সুবিধা পাবেন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাস সার্ভিসটি চালু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির লোকজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের স্টেশন। এখান থেকেই মেট্রোরেলে লোকজন যাতায়াত করেন। মেট্রোরেলটি ব্যবহারের জন্য উত্তরার হাউস বিল্ডিং থেকে দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত বিআরটিসি বাস (শাটল সার্ভিস) চালু রয়েছে। কিন্তু টঙ্গী থেকে দিয়াবাড়ি পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস ছিল না। সে ক্ষেত্রে টঙ্গী বা আশপাশের লোকজন মেট্রোরেল ব্যবহার করতে চাইলে তাঁদের ভেঙে ভেঙে যেতে হতো। এতে তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার থেকে বাস সার্ভিসটি হাউস বিল্ডিং থেকে বাড়িয়ে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত করা হয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, বাস সার্ভিসটি শুরু হবে প্রতিদিন সকাল ৭টায়। চলবে রাত ৮টা পর্যন্ত। এর মাধ্যমে যাত্রীরা প্রথমে টঙ্গী স্টেশন রোড থেকে বিআরটিসি বাস ব্যবহার করে দিয়াবাড়িতে মেট্রোরেলের স্টেশনে যাবেন। সেখান থেকে মেট্রোরেল ব্যবহার করে যাবেন ঢাকায়। প্রথম অবস্থায় বাস চলাচল করবে ১১টি। ভাড়া ২২ টাকা।
বিআরটিসির মহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ টঙ্গী থেকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত আমাদের শাটল বাস সার্ভিস চালু হলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক যাত্রী মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন। পরবর্তী সময়ে চাহিদা বা পরিস্থিতি অনুযায়ী সার্ভিসটি গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বর্ধিত করা হতে পারে।’
বাস সার্ভিসটির উদ্বোধন উপলক্ষে আজ দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। পরে তিনিই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের অন্যতম সফল একটি প্রকল্প হলো মেট্রোরেল। এটি চালু হওয়ার পর হাজার হাজার মানুষ খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারছেন। ২-৩ ঘণ্টার রাস্তা ২০ মিনিটেই চলে যেতে পারছেন। টঙ্গীবাসী এত দিন এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাঁরা এ বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ রাখা হয়েছে। এখন সহজেই টঙ্গীবাসী মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার অ্যান্ড অপারেশন মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি মো. শামসুল হক প্রমুখ।