নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বহিষ্কৃত হলেন স্বেচ্ছাসেবক দলের ২ নেতা

নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে ফুলের তোড়া উপহার দিয়ে বহিষ্কৃত হয়েছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতা। আজ শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান ও সদস্যসচিব শাহারিয়া শিথিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফা। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গার পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সাইমুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিক্সন চৌধুরীকে ফুলের তোলা দিচ্ছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফা
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে সম্প্রতি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তাঁর নির্বাচন করছিলেন। এ বিষয়ে আজ তথ্যপ্রমাণ হাতে পাওয়ায় ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাসেবক দল আমাকে বহিষ্কার করল কি করল না, তা আমার মাথায় নেই। আমি এসব নিয়ে ভাবছিও না। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সাথে আছি এবং তাঁর সাথেই থাকব।’