রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার হাকিমপাড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৪) ই-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হারুন (৩২)। তিনি হাকিমপাড়া আশ্রয়শিবিরের ই-৩ ব্লকের বাসিন্দা। হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম বাদশাহ মিয়া। তিনিও আশ্রয়শিবিরটির একই ব্লকে বসবাস করেন।
পুলিশ ও রোহিঙ্গাদের নেতাদের সূত্রে জানা গেছে, নিহত হারুন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য ছিলেন। হামলাকারীরা আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে একজন রোহিঙ্গা নেতা প্রথম আলোকে বলেন, হারুন আগে আরসা ছেড়ে কয়েক মাস আগে আরএসওতে যোগ দেন। এর জেরে তাঁকে পিটিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন প্রথম আলোকে বলেন, নিহত হারুন আরএসওর সদস্য এবং হামলাকারীরা আরসার বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।