আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে প্রাণ গেল তরুণের
ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে উপজেলার চরমানাই ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামে কাশেম চৌধুরীর বাড়ির সামনে আড়িয়াল খাঁ এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম মো. খোকন (২৬)। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইরপাড় এলাকার মৃত মো. জামালের ছেলে। ধোলাইরপাড়ে চায়ের দোকান ছিল মো. খোকনের। ঈদ উপলক্ষে গত সোমবার উপজেলার জাজিরাকান্দি গ্রামে বন্ধু রমজানের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
ওই এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, বুধবার দুপুরে খোকন, রমজানসহ এলাকার কয়েকজন আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামেন। খোকনের পরনে জিনসের প্যান্ট ছিল। সাঁতার কাটার একপর্যায়ে তিনি নদের পানিতে তলিয়ে যান। পরে জাল ফেলে বেলা তিনটার দিকে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার প্রথম আলোকে বলেন, বিকেলে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের সিএনবি ঘাট নৌ পুলিশের ওসি মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, পরিবারের সদস্যরা লাশটি ময়নাতদন্ত না করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি খোকনের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।