মির্জাপুরে আবাদি জমি ও বাঁধ রক্ষায় সমাবেশ

মির্জাপুর উপজেলার বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে এলাকাবাসি। আজ শুক্রবার বিকেলেছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আবাদি জমি ও লৌহজং নদের বাঁধ রক্ষার জন্য সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

উপজেলার বাইমাইল, চান্দুলিয়া, পাথালিয়াপাড়া ও কলিমাজানী গ্রামবাসীর যৌথ উদ্যোগে গঠিত লৌহজং নদের বাঁধ ও আবাদি রক্ষা কমিটি এ সমাবেশের আয়োজন করে। কমিটির সভাপতি ডি এম সাহাদৎ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শাজাহান সিরাজসহ গ্রামবাসীর মধ্যে অনেকে বক্তব্য দেন।

সমাবেশে গ্রামের লোকজন অভিযোগ করে বলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের বহুরিয়া, বাইমাইল, দেওহাটা এবং কলিমাজানী গ্রামের কয়েকজন বালু ও মাটি ব্যবসায়ীরা প্রতিবছর আবাদি জমি ও লৌহজং নদ থেকে মাটি কেটে আশপাশের ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এ বছর তাঁরা একই পাঁয়তারা চালাচ্ছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে এলাকার হাজারো একর আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কমছে ফসলের উৎপাদন। এ ছাড়া গত কয়েক বছরে লৌহজং নদের বহুরিয়া গ্রামে থাকা আবাদি জমি রক্ষার বাঁধের প্রায় এক কিলোমিটার জায়গা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করেন ব্যবসায়ীরা। এতে জমিতে সময়মতো ফসল ফলানো যায় না।

সাহাদৎ হোসেন বলেন, এ বছর অবৈধ মাটি ব্যবসায়ীদের পাঁয়তারা বন্ধ রাখতে তাঁরা সমাবেশের আয়োজন করেছেন। ব্যবসায়ীরা মাটি কাটার চেষ্টা করলে তা যেকোনো মূল্যে বন্ধ করা হবে।