শ্রীপুরে একটি কারখানার ব্যবস্থাপককে দুই মাসের কারাদণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাটারির পানি উৎপাদন কারখানায় ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে সাধারণ পানি বোতলজাত করার সময় কারখানাটির ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে রয়েল ব্যাটারি ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত কারখানাটির ব্যবস্থাপকের নাম মো. নেওয়াজ শরীফ মিন্টু (৩৫)। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি ছাড়াই মো. নেওয়াজ শরীফ কারখানাটি পরিচালনা করছিলেন। তাঁরা সেখানে সাধারণ পানিকে ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে বোতলজাত করার কর্মযজ্ঞ চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে কারখানাটির ব্যবস্থাপককে আইনের আওতায় আনা হয়।
ব্যাটারির পানি উৎপাদন কারখানার ব্যবস্থাপককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।