‘বিএনপিকে ফুলের সাজানো বাগান হিসেবে গড়ে তোলা হয়েছে’
দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপিকে ফুলের সাজানো বাগান হিসেবে গড়ে তোলা হয়েছে। এই সাজানো বাগান কেউ যেন নষ্ট না করতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এ কথাগুলো বলেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয় মাঠে ওই জনসমাবেশ হয়। সমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ্ উদ্দিন, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘শৃঙ্খলা মেনে দল পরিচালনা করতে হবে। এত দিন যারা আওয়ামী লীগ করত, তারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যেসব নেতা তাদের আশ্রয় দেবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যারা আন্দোলন করেছি, দুর্দিনে আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছি, মামলা খেয়ে পালিয়ে বেড়িয়েছি, তাঁরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে রক্ষা করবেন।’ এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।