সোনাগাজীতে হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন বর
হেলিকপ্টার নামল গ্রামের মাঠে, তা থেকে বেরিয়ে এলেন বর। চারপাশে উৎসুক জনতা। লালগালিচা পেরিয়ে সেখান থেকে গাড়িতে চেপে গেলেন বিয়ের মঞ্চে। এমন ভিন্ন আয়োজনের দেখা মিলল গতকাল সোমবার ফেনীর সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামে। জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করেছে বর ও কনের পরিবার।
গতকালের এই বিয়ের কনে সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামের মাঈন উদ্দিন ও নুর নাহার বেগম দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা ওরফে নিঝুম। আর বর উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মো. আলমগীর হোসেন ও রোকেয়া বেগম দম্পতির ছেলে স্পেনপ্রবাসী মো. ইসরাফুল আলম ওরফে রিফাত।
বর ও কনের পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ও গ্রামবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়াতে ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছে বরপক্ষ। মাঠে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল, ততক্ষণই চারপাশে ছিল উৎসুক জনতার ভিড়। নিরাপত্তায় ছিল সোনাগাজী মডেল থানার একদল পুলিশ। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অতিথি আপ্যায়ন শেষে সন্ধ্যার আগে কনেকে নিয়ে হেলিকপ্টারে নিজের বাড়ি ফেরেন বর।
বরের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে মা-বাবার একমাত্র ছেলে হিসেবে হেলিকপ্টার ভাড়া করা হয়।
কনের বাবা মাঈন উদ্দিন বলেন, বরযাত্রায় হেলিকপ্টার নিয়ে আসার বিষয়টি তাঁকে জানানো হলে তিনি সায় দেন। নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি।