চট্টগ্রামে সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে বিরোধে মা–ছেলেকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মা–ছেলে হলেন শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. পারভেজ (৩১)। এ ঘটনায় হোসনে আরা বেগমের দুই ছেলে মো. আরজু (২২) এবং মো. সিফাত (১৫) আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে হোসনে আরা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. মহসিন ও তাঁর ভাই মো. মুসলিমের ৫ ও ১০ এপ্রিল ঝগড়া হয়। এ ঘটনায় আদালতে মামলা করে হোসনে আরা বেগমের পরিবার।
এর জেরে আজ সন্ধ্যা ছয়টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হোসনে আরা বেগম ও তাঁর ছেলে পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
হোসনে আরা বেগমের আরেক ছেলে জাফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘সীমানাপ্রাচীর করা নিয়ে আমার মা ও মেজ ভাইকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী মো. মহসিন, মো. মুসলিম, মুরাদ, টিপু, ইমরান এবং তাঁদের ফুফাতো ভাই সাজ্জাদ। আমার দুই ভাইও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।’