রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে চাকরির স্বপ্নপূরণ, যুদ্ধের ময়দানে গেল প্রাণ
বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে। বাবার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন ইয়াসিন মিয়া শেখ (২২)। পরে ১৫ লাখ টাকা খরচ করে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরি নেন তিনি। কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন।
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে প্রকাশ করতেন। কিন্তু ঈদের পরদিন গত মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পেয়েছে পরিবার। যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিতজনেরা।
ইয়াসিন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে। ওই গ্রামের মৃত আবদুস সাত্তার শেখের ছেলে তিনি। গত ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও স্বজনেরা জানতে পারেন ঈদের পরদিন মঙ্গলবার। রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী হাসান মুঠোফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে মৃত্যুর খবর দেন। ইয়াসিনের মৃত্যুর খরব পাওয়ার পর থেকে পরিবারে মাতম চলছে।
বৃহস্পতিবার দুপুরে ইয়াসিনের বাড়িতে গেলে স্বজনেরা জানান, ইয়াসিনের বাবা মারা গেছেন ২০১৬ সালে। বড় ভাই তাঁর পড়াশোনা ও বিদেশযাত্রার খরচ দিয়েছেন। ৪০ শতক জমি বিক্রি করে ১৫ লাখ টাকা দিয়ে গত বছরের ২২ আগস্ট রাশিয়ায় যান ইয়াসিন। সেখানে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতে যান। পরে অনলাইনে আবেদন করে গত ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের পর ইউক্রেন যুদ্ধে অংশ নেন।
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে প্রকাশ করতে ইয়াসিন মিয়া। গত ১ মার্চ ফেসবুকে বাবার মৃত্যুবার্ষিকীতে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন। ভিডিওতে রাশিয়ায় যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়া ও তাঁর স্বপ্নপূরণ নিয়ে কথা বলেন তিনি।
ভিডিওতে ইয়াসিন উল্লেখ করেন, গত বছরের জানুয়ারিতে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন। পরে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়া। মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্নপূরণ হয় বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক ছাত্রদল কর্মী ইয়াসিন ভিডিওতে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করেন এবং তাঁর রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া চান। সরকারবিরোধী আন্দোলনের সাহস তাঁকে ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মনোবল তৈরি করেছে বলে উল্লেখ করেন। যুদ্ধে মারা গেলে তাঁর কোনো আফসোস থাকবে না বলেও উল্লেখ করেন। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাস পেরোনোর আগেই যুদ্ধে নিহত হন তিনি।
ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ার ভাষা শেখেন ইয়াসিন। পরে বন্ধুর সহায়তায় রাশিয়ায় একটি কোম্পানিতে ভালো চাকরি পান। সবই ঠিকঠাক চলছিল। পরে রাশিয়ার সেনাবাহিনী যোগ দিয়ে সব উলটপালট হয়ে যায়। তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে ঢাকায় নিয়ে অনাপত্তিপত্রে স্বাক্ষর নেয় রাশিয়া পাঠানো এজেন্সির লোকজন।
গত ২৬ মার্চ মা ফিরোজা খাতুনের সঙ্গে শেষবারের মতো কথা হয় ইয়াসিনের। এখন ছেলের ছবি বুকে নিয়ে আহাজারি করছেন তিনি। ফিরোজা খাতুন বলেন, ‘বিদেশে যাওয়ার পর কোনো টাকা পাঠায়নি। আমরা খুব কষ্টে দিন পার করছিলাম। কয়েক দিনের মধ্যে টাকা পাঠাবে বলেছিল। কিন্তু আমার সব শেষ হয়ে গেল। ইয়াসিন সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে যাবে জানলে তাঁকে বিদেশে পাঠাইতাম না। সরকারের কাছে একটাই দাবি, আমার ছেলের লাশ যেন আমার কাছে আইনা দেয়।’
সাবেক ছাত্রদল কর্মী ইয়াসিনের মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে তাঁর বাড়িতে যান গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান। তিনি বলেন, শ্রম চুক্তিতে ইয়াসিন রাশিয়ায় যাওয়ার পর কাজ বাদ দিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু যুদ্ধে মারা গেছেন। সেখানে থাকা তাঁর সহযোদ্ধারা মুঠোফোনে জানিয়েছেন, তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। লাশ পাওয়ার সম্ভাবনা নেই। পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায়, সে জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিকেলে গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার সুনন্দা সরকার প্রমা নিহত ইয়াসিনের বাড়িতে যান। তিনি বলেন, ‘পরিবারকে আবেদন করতে বলা হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই আবেদন পাঠিয়ে ইয়াসিনের মরদেহ দেশে ফেরত আনাসহ অন্যান্য কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হবে। পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’