বগুড়ায় মহাসড়কে দিনের বেলায় ছিনতাই, আহত বিক্রয় প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মহাসড়কে দিনের বেলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার জোয়ানপুর এলাকার মহাসড়কের বগুড়াগামী লেনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর আক্রমণের শিকার ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৩৫)। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামে। তিনি প্রাণ ঝালমুড়ির উপজেলার সহকারী বিক্রয় প্রতিনিধি। ছিনতাইকারী ধারালো চাকুর আঘাতে গুরুতর জখম মো. আলাউদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, চাকুর আঘাতে আহত আলাউদ্দিনের বাম হাতের কুনইয়ের ওপর গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আলাউদ্দিন জানান, বেলা দুইটার দিকে তিনি একটি ভ্যানগাড়িতে করে কোম্পানির ঝালমুড়ি প্যাকেট নিয়ে নিজেই চালিয়ে উপজেলার মহাসড়কের ওপর দিয়ে গাড়িদহ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের জোয়ানপুর এলাকায় উপজেলার গবাদিপশু দুগ্ধ ও উন্নয়ন খামার এলাকা পার হওয়ার সময় পেছন থেকে এসে একটি মোটরসাইকেলে দুজন যুবকের একজন ধারালো চাকু দিয়ে তাঁর (আলাউদ্দিন) বাঁ হাতে কোপায়। এ সময় ছিনতাইকারীদের একজন টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল অন্তত ৩০ হাজার টাকা। এরপর ভ্যানগাড়িতে থাকা প্রাণ পটেটো ২৪০ প্যাকেটের একটি বস্তা ভ্যানগাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। প্রতিটি প্যাকেটের মূল্য ১০ টাকা করে। ছিনতাই করে তাঁরা মহাসড়ক দিয়ে গাড়িদহ বাজারের দিকে গিয়েছে।
শেরপুর শহরের মেসার্স রূপন্তী ট্রেডার্সের মালিক রূপম কুমার সাহা প্রথম আলোকে বলেন, তাঁরা প্রাণের ঝালমুড়ির গ্রুপের শেরপুরের পরিবেশক। আহত আলাউদ্দিন তাঁদের সহকারী বিক্রয় প্রতিনিধি। আহত আলাউদ্দিনের চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান রূপম কুমার।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এভাবে ছিনতাইয়ের ঘটনা নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।