বসতঘরের পাশের গাছে ঝুলছিল চা-শ্রমিকের লাশ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতঘরের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় গোপাল নাইডু (৪৬) নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার লংলা চা-বাগানের লালপুর লাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোপাল নাইডু লংলা বাগানের শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি লালপুর লাইন এলাকায়। এ ঘটনায় কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে গোপালকে পাওয়া যাচ্ছিল না। পরে বসতঘরের উত্তর পাশে একটি বরইগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) অপু দাসগুপ্ত প্রথম আলোকে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গোপাল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।