মানিকগঞ্জ আইনজীবী সমিতির সব পদেই বিএনপি–সমর্থিত প্রার্থীদের জয়

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি মোকসেদুর রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খানছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতেই বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোকসেদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান জয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত-সমর্থিত প্যানেলের প্রার্থীরা সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মোকসেদুর রহমান ২৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১৩৭ ভোট। আর জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আনোয়ার হোসাইন পেয়েছেন ১১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান ১৮৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ১১১ ভোট ও শামসুল আলম ৪০ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে আবদুল জব্বার আলী ও সহসাধারণ সম্পাদক পদে শাহনাজ পারভীন জয়ী হয়েছেন।

এ ছাড়া অর্থসম্পাদক পদে ফারুক মোল্লা, পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আরিফ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, নিরীক্ষক দুটি পদে দেলোয়ার হোসেন ও সেলিম আলদীন জয়ী হয়েছেন। তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপিয়া সুলতানা পেয়েছেন ২২৮ ভোট।

কার্যনির্বাহী পরিষদের পাঁচটি সদস্য পদে মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, নাসির উদ্দিন, শাহিনুর রহমান ও মুরাদ হোসেন জয়ী হয়েছেন।

গতকাল সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোটগণনা শেষে রাত দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম কাইসার। তিনি জানান, নির্বাচনে ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার ভোট দেন।