বাজিতপুরে ট্রেনের চালককে মারধর, চলাচলে ৫০ মিনিট বিলম্ব
ইঞ্জিনের বগিতে উঠতে বাধা দেওয়ায় আজ শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস (প্রভাতি) ট্রেনের চালককে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় ট্রেনটি ৫০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশে সরারচর রেলস্টেশন ছেড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোগান্তির শিকার হতে হয়। আহত চালকের নাম শরিফুল ইসলাম।
সরারচর রেলস্টেশনের স্টেশনমাস্টার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–কিশোরগঞ্জের মধ্যে দিনে আন্তনগর এগারসিন্ধুর নামে এক জোড়া ট্রেন আসা–যাওয়া করে। ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটি আজ সকাল ৯টা ১০ মিনিটে ভৈরব স্টেশনে প্রবেশ করে। তখন কয়েকজন যাত্রী ইঞ্জিনের বগিতে উঠতে চান। কিন্তু চালক উঠতে দেননি। চালকের কাছ থেকে বাধা পেয়ে ওই যাত্রীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে চালককে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। মুঠোফোনে ঘনিষ্ঠজনদের জানিয়ে বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে থাকতে বলেন তাঁরা।
সরারচর রেলস্টেশনে ট্রেনটি পৌঁছায় সকাল ১০টা ১ মিনিটে। ট্রেন থামামাত্র ওই যাত্রীরা এসে চালকের ওপর চড়াও হন। মারধরে আহত হওয়ার পর চালক ট্রেন থেকে নেমে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই অবস্থায় চালক ট্রেন চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। খবর পেয়ে স্টেশনে পুলিশ আসে। শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে চালক ট্রেনটি চালিয়ে কিশোরগঞ্জ যান।
সরারচর রেলস্টেশনের স্টেশনমাস্টার রথিস বিশ্বাস বলেন, চালকের ওপর হামলা চালানোর ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে পড়েন। কিছু সময় পর হামলাকারীরা চলে যান। মুঠোফোনে কথা হয় ট্রেনটির পরিচালক (গার্ড) শিহাব উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ইঞ্জিনের বগিতে চড়ে ভ্রমণ করা এক শ্রেণির যাত্রীর অভ্যাস। শত বলার পর নিবৃত্ত করা যায় না। আজ ট্রেনে খুব বেশি ভিড় ছিল না। যাত্রীরা সহজে কামরায় অবস্থান করে যাতায়াত করতে পারতেন। তারপরও ইঞ্জিনে করেই যাবেন। মূলত যেতে না পারায় চালকের ওপর হামলা চালানো হয়।
চালক শরিফুল ইসলাম বলেন, ‘ভৈরব থেকে কয়েকজন ইঞ্জিনের বগিতে উঠতে চান। আমি তেমন কিছুই বলিনি। কেবল বলেছি, ইঞ্জিনে করে ভ্রমণ যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ। তাঁরা আমার কথা শুনবেন না। যেকোনো মূল্যে ইঞ্জিনে করেই যাবেন। শেষে আমাকে হুমকি দেন।’
ফোন না ধরায় এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। রেলওয়ের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।