কেশবপুরে সহিংস কার্যক্রমে জড়িত যুবদলের দুই নেতাকে বহিষ্কার
আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরের কেশবপুরে সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবদলের যশোর জেলা কমিটির দপ্তর সম্পাদক কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই দুই নেতা হলেন কেশবপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোড়ল ও অলিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ এবং নানা ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবদল যশোর জেলা শাখার সভাপতি এস এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সিদ্ধান্ত অনুযায়ী কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোড়ল ও অলিউর রহমান উজ্জ্বলকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
একই দিন কেশবপুর বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন ও সোহেল হাসানকে বহিষ্কার করা হয়।
এসব বিষয়ে কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিউর রহমান বলেন, সরকার পতনের পরপরই সংঘঠিত সহিংস ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যাঁরাই অশান্তি সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধেই সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ পরিপ্রেক্ষিতে মূল দল ও সহযোগী সংগঠন থেকে দায়ী নেতা-কর্মীদের বহিষ্কার করা হচ্ছে।