ত্রিশালে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে ধলা স্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে আসা ট্রেনটির ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিল না। স্টেশন অতিক্রম করার সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

রাত ৯টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ ফারুক হোসেন খান বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর মাত্র পেয়েছি। বিস্তারিত খোঁজ নিয়ে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেন পাঠানো হবে।’ তবে উদ্ধারকাজ শেষে কখন রেলপথ স্বাভাবিক হবে, সেটি তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।