নেত্রকোনা জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম গ্রেপ্তার
নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে শহরের কুড়পাড় এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নজরুল ইসলাম ফকির সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগেরও নেত্রকোনা জেলা কমিটির সাবেক সভাপতি।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর শহরের কাটলি এলাকার বাসিন্দা বিএনপি কর্মী মো. আল আমিন বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকিরসহ ৫৪ জনকে আসামি করা হয়। ওই মামলায় আজ নজরুল ইসলাম ফকিরকে কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, এ কে এম নজরুল ইসলাম ফকিরের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। নেত্রকোনা মডেল থানার ১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।