জয়পুরহাটের সেই মাঠে নারীদের ফুটবল ম্যাচ আয়োজনে বাধা নেই, ‘অনুতপ্ত মুসল্লিরা’

আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন তদন্ত কমিটি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালেছবি: প্রথম আলো

জয়পুরহাটে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের কারণে বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা আয়োজক ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ভুল–বোঝাবুঝির কারণে গত মঙ্গলবারে ওই ঘটনাটি ঘটিয়েছেন বলে মুসল্লিরা জানিয়েছেন। এ ঘটনায় মুসল্লিরা অনুতপ্ত। এই মাঠে নারীদের ফুটবল খেলতে আর কোনো বাধা নেই। শিগগিরই নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তদন্ত কমিটি সদস্যরা লোকজনের সঙ্গে কথা বলেন। খেলা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সেখানে হাজির হন। ভুল–বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তাঁরা। বিকেলে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে উভয় পক্ষ সমঝোতা করে নেবে বলে আশ্বস্ত করা হয়। তবে বিকেলে আর বৈঠক হয়নি।

স্থানীয় বাচ্চা হাজী মাদ্রাসার শিক্ষক মোস্তাকিম হোসাইন বলেন, ‘গত মঙ্গলবার তিলকপুরে নারী ফুটবল খেলা নিয়ে যে ঘটনাটি ঘটেছে, আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে সামান্য ভুল–বোঝাবুঝির কারণে যা হয়েছে, তাতে আমরা দেশ ও বিশ্ববাসীর কাছে লজ্জিত। আমরা ভবিষ্যতে এমন কোনো কাজ করব না। যেখানে সরকার খেলাকে বৈধতা দিয়েছে, সেখানে সরকারের বিরুদ্ধে আর কখনো যাব না। ভবিষ্যতে জয়পুরহাট জেলায় আর কখনো এই ধরনের কাজ হবে না।’

আরও পড়ুন

তিলকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘সরকারি নিয়মনীতিতে খেলা হোক, এটা আমরাও চাই। আলেম-ওলামাদের মধ্যে ভুল–বোঝাবুঝির কারণে এই বিষয়টি ঘটেছে। সামনের দিনে আর যেন না ঘটে, আমিও সেটিই চাচ্ছি। সরকারের বিরুদ্ধে আমরা যেতে চাই না।’

আরও পড়ুন

তিলকপুর পুরোনো বাজার জামে মসজিদের খতিব আবদুস সামাদ বলেন, ‘খেলার বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ ছিল না। তবে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ভুল–বোঝাবুঝির কারণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। খেলা উন্মুক্তভাবে চললে আমাদের কোনো আপত্তি নেই।’

আয়োজক টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাটি ভুল–বোঝাবুঝির বিষয়। আগামীকাল সব ঠিকঠাক হয়ে যাবে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘স্থানীয় দ্বন্দ্বের কারণে তিলকপুর মাঠে নারী ফুটবল খেলা নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছিল। সেটির প্রায় সমাধান হয়েছে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুন