কালিয়াকৈরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি স্পিনিং কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভের একপর্যায়ে আজ সোমবার বেলা আড়াইটা থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। বেতন চাইতে গেলে তাঁদের বলা হয়েছে, মার্চ মাসে দেওয়া হবে। কিন্তু মার্চ মাসের ১০ দিন হয়ে গেলেও তাঁদের বকেয়া বেতন দেওয়া হয়নি। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে আবার তাঁরা ‘দিই-দিচ্ছি’ বলে টালবাহানা শুরু করেন। পরে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময়ে তাঁরা দুই মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকা দাবি করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

একটি স্পিনিং কারখানার বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। সোমবার বিকেলে চন্দ্রা এলাকায়
ছবি: প্রথম আলো

এতে বেলা আড়াইটা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারী শ্রমিক খোকন মিয়া বলেন, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বেতন–ভাতা নিয়ে টালবাহানা করে আসছে। মাসের ১০ দিন চলে গেলেও বেতন না পেয়ে বাধ্য হয়ে তাঁদের সড়কে নামতে হয়েছে।

আরেক শ্রমিক হামিদা বেগম বলেন, ‘বেতন না পেয়ে ধারদেনা করে চলতে হচ্ছে। দোকান থেকে বাকি নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছি না। ঘরভাড়া দিতে পারছি না। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।’

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।