ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী সাবেক চেয়ারম্যান কাওসার কারাগারে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী কাওসার ভূঁইয়াকে (৫৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।
দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার বিকেলে ফরিদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালতের রায়ের পর পুলিশ পাহারায় গতকাল কাওসার ভূঁইয়াকে কারাগারে নেওয়া হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক নাজনীন খানম।
কাউসার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বাসিন্দা। তিনি আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবারের চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী–সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর কাউসার ভূঁইয়ার নামে ভাঙ্গা থানায় দুটি মামলা হয়। তখন থেকেই পলাতক ছিলেন তিনি। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ১১০ জনের নামসহ ও অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। এ মামলার তিন নম্বর আসামি কাউসার।
এ ছাড়া গত ১৩ নভেম্বর ভাঙ্গা থানায় আরেকটি মামলা করেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (বিটু মুন্সী)। এ মামলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগ আনা হয়। এতেও কাউসারকে তিন নম্বর আসামি করা হয়। এ দুটি মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়।