আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি, ৩ কোটি টাকার মালামাল লুট
আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি, ৩ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সাভার ও প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটা থেকে ভোর চারটার মধ্যে ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। গত বছরের ৫ জানুয়ারি থেকে কারখানাটি বন্ধ রয়েছে।
ম্যাগপাই গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক কায়ছার আলী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রথমে পাঁচজন প্রাচীর টপকিয়ে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করেন। পরে তাঁরা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দরজা খুলে ২০ থেকে ২৫ জন প্রবেশ করেন। ডাকাতেরা গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কারখানা থেকে ব্যাটারি, আইপিএস, কেব্ল, এসি, মোটর, কম্পিউটারসহ প্রায় ৩ কোটি টাকার মতো মালামাল নিয়ে চলে যান। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার জন্য থানার দিকে যাচ্ছেন বলে জানান তিনি।
কারখানাসংশ্লিষ্টরা জানান, ডাকাতেরা লুটপাটের পর লুট করা মালামাল একটি ট্রাকে তুলে ভোররাত চারটার দিকে কারখানা এলাকা ত্যাগ করেন। এ সময় ডাকাতেরা কারখানাসংলগ্ন একটি দোকানেও লুটপাট চালান বলে জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটির আলামত দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ডাকাতির ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানের ভাষ্যমতে, ডাকাতেরা ৩০ থেকে ৩৫ জন ছিল। কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’