গলাচিপায় সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার শিকার সাংবাদিক হলেন দৈনিক যুগান্তর ও মোহনা টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সোহাগ রহমান। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল রোববার রাতে এ হামলার পর আহত ওই সাংবাদিকের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজন হলেন মারুফ মোহাম্মদ (৩৮) ও তানভীর মোহাম্মদ (২৫)। তাঁরা সম্পর্কে ভাই। গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা আবুল কালামের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই সহকর্মীকে নিয়ে গলাচিপা পোস্ট অফিস এলাকায় চা খাচ্ছিলেন সোহাগ। এ সময় দুই ভাই মারুফ ও তানভীরের নেতৃত্বে আরও দু–তিনজন সোহাগের ওপর হামলা চালান। আসামিরা স্টিলের পাইপ দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন। এ সময় পাইপের আঘাতে তাঁর দুটি দাঁত পড়ে যায়। অপর আসামিরা চাকু নিয়ে হামলা করলে সোহাগের গালে লাগে এবং জখম হন। এ সময় আসামিরা সোহাগের কাছ থেকে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেন।
সোহাগ বলেন, পেশাগত বিষয় নিয়ে আসামি দুই ভাইয়ের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় সাংবাদিক সোহাগ রহমান বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা করেছেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।