মেঘনায় মাছ ধরার নৌকা ডুবে দুজনের মৃত্যু, নিখোঁজ ২
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ সময় ২০ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই নৌকার দুজন জেলে এখনো নিখোঁজ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন দেলোয়ার ও ইরান। নিহত দুই জেলে আবদুল হাসেম (৫০) ও মো. জুয়েল (২৭)। তাঁরা বুড়িরচরের কালির চর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে।
হাতিয়ার নলছিরা নৌ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে রবিউল মাঝির একটি নৌকা বেহুন্দী জাল বসানোর জন্য যায়। মাছ ধরে ফেরার পথে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। ২০ জন জেলে সাঁতরে পাড়ে ওঠেন। পরে স্থানীয় লোকজন গিয়ে নৌকার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে।
এই বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করার চেষ্টা চলছে। নিহত দুজনের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’