রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ ছাত্রদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ডুবুরিরা। পাড়ে স্বজনদের ভিড়। শনিবার দুপুরে নগরের শ্রীরামপুর এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ শনিবার দুপুরে নগরের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্বজনেরা নদীর পাড়ে আহাজারি করছেন। বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুই কলেজছাত্র হলেন নগরের মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার ওরফে সায়েম (১৯) ও দরগাপাড়া এলাকার গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। তাঁরা দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র।

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিখোঁজ দুজনসহ ৭-৮ জন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে তাঁরা নদীতে গোসল করতে নামেন। এ সময় সায়েম ও রিফাত নদীর পানিতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বিকেলে প্রথম আলোকে বলেন, এখনো নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি দলের ছয়জন ডুবুরি নদীতে উদ্ধারকাজ চালাচ্ছেন। তাঁরা ছাড়াও স্থানীয় ডুবুরিরাও নদীতে নেমেছেন। কিন্তু এখনো তাঁদের সন্ধান মেলেনি।