ফরিদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৪
ফরিদপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর এলাকার জলিল খাঁর ইটের ভাটার সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাট্টাদারের ছেলে হাসেম পাট্টাদার (৪০) এবং একই এলাকার লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)। হাসেম ওই অটোরিকশার চালক ছিলেন। লাবলু শেখ চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় অটোরিকশার আহত আরও চার যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে কয়েকজন বাসিন্দা অটোরিকশায় করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সিমেন্টভর্তি ট্রাকটি সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আরও চারজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।