পাঁচ টাকায় লাল টুকটুকে লেপ

শীতার্তদের মধ্যে পাঁচ টাকার বিনিময়ে লেপ বিক্রি করেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। আজ সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠেছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাত্র ৫ টাকা মূল্যে ৩২০ জন শীতার্ত দুস্থ মানুষের কাছে লেপ বিতরণ করেছে ‘সহায়’ নামের স্থানীয় তরুণদের একটি সংগঠন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে নামমাত্র মূল্যে এসব লেপ বিক্রি করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে বড়মাঠে লেপ কিনতে আসা ব্যক্তিরা সারি করে চেয়ারে বসে আছেন। সারিতে নানা বয়সী মানুষ আছেন। তাঁদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী, রিকশাচালক, দরিদ্র ব্যক্তি ছাড়াও খেটে খাওয়া নারীরাও ছিলেন।

সদর উপজেলার জগন্নাথপুরের বাঙ্গালীপাড়া এলাকার বাসিন্দা আয়শা বেগম (৬৮) স্বাধীনতাযুদ্ধে বোমা বিস্ফোরণে আহত হয়ে একটি পা হারান। এখন তিনি পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনিও এসেছেন লেপ কিনতে। পাঁচ টাকায় লেপ পেয়ে তিনি খুব খুশি। আয়শা বলেন, ‘মোর কম্বলখান ছিড়া। রাইতত খুব জাড় করছিল। পাঁচ টাকায় লেপখান পায়ে খুব উপকার হইল। আইজ আরামত নিন্দামো।’

সহায় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুন মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মিলে একটি সংগঠনের যাত্রা শুরু করেন। কোনো কিছু না ভেবেই তাঁরা সংগঠনটির নাম দেন ‘জুলুম বস্তী’। শুরুতে রক্তদান কর্মসূচির মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও পরে তা ছড়িয়ে পড়ে দুর্যোগে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করে দেওয়া, বই কেনায় সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রমে জড়িত হন তাঁরা। করোনাকালে এই তরুণ-যুবকেরা দুস্থ-অসহায় ব্যক্তিদের জন্য ভর্তুকির দোকান দেন। ঈদের সময় সংগঠনটি আয়োজন করে ‘পাঁচ টাকায় ঈদবাজার’ নামে সহমর্মিতার একটি উদ্যোগ। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘সহায়’ রাখা হয়।

সদর উপজেলার লস্করা গ্রামের বাসিন্দা নুনো বালা (৭২) লেপ কিনতে এসে বলেন, ‘পাঁচ টাকায় একখান চা-ও পাওয়া যায় না। সেইঠে নতুন লেপ ভাবাই যাছেনি। আইজ থাকিয়া রাইতত সেই ঘুম হইবে।’

সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকার বাসিন্দা সাহেরা খাতুন (৬৫) বলেন, ‘পাঁচ টাকাত লেপ দিবে, প্রথমত বিশ্বাস হছিল নি। এইঠে আসিয়া দেখিনু ঠিকই। আল্লাহ ছোয়ালার ভালো করুক।’

সহায় সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, ‘এই সংগঠনের সবাই আমরা তরুণ। যাদের সামর্থ্য আছে তাদের সহায়তায় আমাদের কার্যক্রম চলে। আমরা এমন উদ্যোগ বছরের পর বছর চালিয়ে যেতে চাই।’

লেপ বিতরণ আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু দেবনাথ, শিল্প ও বণিক সমিতির পরিচালক রিফাত, সহায়ের উপদেষ্টা নাবিউল করিম, সত্য প্রসাদ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।