নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তাঁর সহযোগীদের দখল থেকে জমি পুনরুদ্ধারের আবেদন
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর সহযোগীদের দখল থেকে জমি পুনরুদ্ধার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে পিটিশন মামলার আবেদন করেন জমির মালিকানা দাবি করা মেহের আলী ও তাঁর সন্তানেরা।
মামলার বাদী ৯০ বছর বয়সী মেহের আলী শহরের নিউ হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। পিটিশন মামলায় বিবাদী করা হয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান টিপু ও প্রধান শিক্ষক রাফিদা বেগমকে।
বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ব্যক্তিমালিকানাধীন জমি জোর করে শামীম ওসমানসহ বিবাদীরা দখল করে নিয়েছেন। বাদীর নামে সর্বশেষ ভূমি কর পরিশোধ করা আছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জমি দখল পুনরুদ্ধার চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।
ওমর ফারুক বলেন, নতুন ভূমি অপরাধ প্রতিকার আইন ২০২৩ ও ভূমি অপরাধ প্রতিকার বিধিমালা ২০২৪ অনুযায়ী জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অবৈধ দখলদার থেকে প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়ার বিধান রয়েছে।
আবেদনে বাদী মেহের আলী উল্লেখ করেন, শহরের নিউ হাজীগঞ্জ মৌজায় ১০ শতাংশ জমি বংশপরম্পরায় ভোগ দখল করে আসছিলেন। ২০০৯ সালে বিবাদী শামীম ওসমান ও তাঁর ক্যাডাররা জমিটি জোর করে দখলে নিয়ে শেখ রাসেল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠান উদ্বোধন করেন শামীম ওসমান। বাদী বিভিন্ন জায়গায় প্রতিকার চেয়ে আবেদন করলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী শামীম ওসমান ও তাঁর সহযোগীরা জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাদীকে ১৫ বছর ধরে এলাকাছাড়া করে রাখেন তাঁরা।
মেহের আলীর ছেলে নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেখ রাসেল ইনস্টিটিউটের নামে তাঁদের জমি জোর করে দখল করেছিলেন শামীম ওসমান ও তাঁর সহযোগীরা। পরবর্তী সময়ে সেখানে হাজীগঞ্জ কিন্ডারগার্টেন নামের স্কুল প্রতিষ্ঠা করে দখলে রাখা হয়েছে। তাঁরা জমি ফেরত পেতে প্রশাসনসহ অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চান।
অভিযোগের বিষয়ে হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জোহা অ্যান্ড ব্রাদার্স থেকে জায়গা কিনে সেখানে বিদ্যালয় পরিচালনা করে আসছেন তাঁরা। জায়গা দখলের অভিযোগটি সঠিক নয়।
এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, ভূমি অপরাধ প্রতিকার আইনে একটি আবেদন পেয়েছেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১০ সালের ১৪ নভেম্বর ‘শেখ রাসেল ইনস্টিটিউট নামে নারায়ণগঞ্জে জমি দখল’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে সেখানে ‘হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন’ নামে স্কুল পরিচালনা করা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে আত্মগোপনে চলে যান শামীম ওসমান ও তাঁর সহযোগীরা।