খুলনায় পাটের বস্তার ৪টি গুদামে আগুন

খুলনার নগরের রেলস্টেশন সংলগ্ন বড়বাজারের চারটি পাটের বস্তা রাখার গুদামে গতকাল রাতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটছবি: প্রথম আলো

খুলনা নগরের বড়বাজার রেলস্টেশনসংলগ্ন কদমতলা এলাকার পাটের বস্তার চারটি গুদামে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার। তবে তিনি রাত ১২ টার দিকে প্রথম আলোকে বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে দৃশ্যমান আগুন নেই, তবে গুদামের মধ্যে থাকা লাখ লাখ বস্তার মধ্যে আগুন সুপ্ত অবস্থায় আছে। সেগুলো নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে আরও হয়তো কিছুটা সময় লাগবে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডসংলগ্ন মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্স নামে একটি পাটের বস্তা রাখার গুদামে ধোঁয়া উঠতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আহসান উল্লাহ ট্রেডার্সের পাশের জে কে ট্রেডার্স, জান এন্টারপ্রাইজ ও আলহামদুলিল্লাহ ট্রেডার্সের মালামাল পুড়ে গেছে।

খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে খালিশপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। কেন ও কী কারণে আগুন লেগেছে, তা ওই সময় পর্যন্ত কেউ বলতে পারেননি। তবে ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে।

খুলনা বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান প্রথম আলোকে বলেন, আগুন লাগার সময় সব দোকান বন্ধ ছিল। তাঁরা জানতে পেরেছেন, মালবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে আহসান উল্লাহ ট্রেডার্সের চালের ওপর পড়ে। ওই গুদামের টিনের চালের ওপর পড়ার সঙ্গে সঙ্গে গুদামে আগুন লেগে যায়। পরে তা পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে চারটি দোকানের দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।