তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের অস্তিত্বের দাবি হয়ে দাঁড়িয়েছে: আমীর খসরু
তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আমাদের অস্তিত্বের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের উলিপুরে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই পাকার মাথায় তিস্তাপারে তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উলিপুর উপজেলার আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচি হয়। উলিপুরসহ রংপুর বিভাগের পাঁচটি জেলার ১১টি স্থানে গতকাল সোমবার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল।
আজ দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই বাংলাদেশ একা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে এ দেশের নদীপারের মানুষ ও বাংলাদেশের সব জনগণের বাংলাদেশ।’
আমীর খসরু আরও বলেন, ‘এই তিস্তাতীরবর্তী অঞ্চলের মানুষ পানির অভাবে হাহাকার করছে। তিস্তা নদী থেকে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে প্রতিবছর ১৫ লাখ টন চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। এই তিস্তা অঞ্চলের মানুষের সঙ্গে এখানকার জলবায়ু, জীববৈচিত্র্য, পশুপাখি পানির জন্য হাহাকার করছে। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আমাদের তিস্তাপারের মানুষের প্রাণের দাবি। আমাদের অস্তিত্বের দাবি হয়ে দাঁড়িয়েছে।’
তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে দুই দিনব্যাপী কর্মসূচিতে আজ সকালে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর উপজেলার তিস্তাপারের বাসিন্দারা যোগ দিতে শুরু করেন। আজকের কর্মসূচিতে নদীপারের কয়েক হাজার মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।