গোপালগঞ্জে চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন চলছে শিখো-প্রথম আলো জিপিএ সংবর্ধনা অনুষ্ঠানছবি: প্রথম আলো

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ রোববার সকাল নয়টার দিকে জেলা সদরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের কেউ এসেছে মা-বাবার সঙ্গে, কেউ বন্ধুর সঙ্গে, আবার কেউ ভাইবোনকে নিয়ে। মিলনায়তন চত্বরে এসে কৃতী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে উপহারসামগ্রী গ্রহণ করে। একে অপরকে কাছে পেয়ে সহপাঠী বন্ধুদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। এই উৎসবের ক্ষণ একসঙ্গে উপভোগ করার মুহূর্ত মুঠোফোনে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে। সবার চোখে-মুখে ছিল খুশির ঝিলিক। সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারশি গ্রাম থেকে সকালে অনুষ্ঠানস্থলে এসেছে সমাপ্তি মণ্ডল। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সে। সমাপ্তি বলে, ‘খুব ভালো লাগছে। আজ সকালে বৃষ্টি হয়নি। খুব চিন্তায় ছিলাম, যদি বৃষ্টি হয়, তাহলে আমি এই মাহেন্দ্রক্ষণ মিস করব। রাত থেকে অপেক্ষা করছিলাম অনুষ্ঠানে আসতে। এখানে সব মিলিয়ে খুব ভালো লাগছে।’

অনুষ্ঠানে ১০ জন শিক্ষকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহে আলম, যুগশিখা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশংকর বিশ্বাস, সীতানাথ মথুরানাথ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সমীর চন্দ্র কীর্তনীয়া, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমেদ মোল্লা, টুঠামান্দ্রা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুবোধ চন্দ্র হীরা, বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সদানন্দ বিশ্বাস, টুঠামান্দ্রা উচ্চবিদ্যালয়ের শিক্ষক কপিল দেব হীরা, বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা আজমীরা খানম, সীতানাথ মথুরানাথ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শেখ মোহাম্মাদ আবু হানিফ ও জেলা প্রশাসন স্কুল ও কলেজের শিক্ষিকা সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা।

আয়োজনে গুণীজনদের দিকনির্দেশনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। সংবর্ধনায় আসা শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।