রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলের তিনতলার বারান্দা থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ বুধবার রাত আটটার দিকে ওই হলের তৃতীয় ব্লকের তিনতলার বারান্দা থেকে ওই শিক্ষার্থী পড়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর।
নিহত ওই শিক্ষার্থীর নাম কে জি এম শাহরিয়ার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
ওই শিক্ষার্থী কীভাবে পড়ে গেলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, নিহত শিক্ষার্থী শাহরিয়ারের রুম নম্বর ৩৫৪। এটি হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশ। কিন্তু তিনি ওই ব্লকের একদম পশ্চিম পাশের নিচে পড়ে যান। পরে কয়েক শিক্ষার্থী দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে তিনি কীভাবে পড়ে গেলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে কল করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের সভাপতি কেউ ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।