কুলাউড়ায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পান চুরিতে বাধা দেওয়ায় লাকমন নিয়ালাং (৪০) নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে গতকাল সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের নুনছড়া পুঞ্জিতে লাকমনকে কুপিয়ে জখম করা হয়।

লাকমন বাদী হয়ে থানায় ওই লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে পার্শ্ববর্তী নলডরি গ্রামের বাসিন্দা আবদুল করিমসহ (৪৫) অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। এদিকে আহত লাকমন নিয়ালাং নুনছড়া পুঞ্জির বাসিন্দা। লাকমন দেড় একর টিলাভূমিতে দীর্ঘদিন ধরে পানচাষ করছেন। পান বিক্রি করে তাঁর সংসার চলে। লাকমন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লিখিত অভিযোগে বলা হয়, আবদুল করিম প্রায়ই খাসিয়া সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে জুম থেকে পান চুরি করে নিয়ে যান। গতকাল সকালে করিম তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে লাকমনের জুমে ঢোকেন। এ সময় তাঁরা পান চুরি করে নেওয়ার চেষ্টা করলে লাকমন তাঁদের বাধা দেন। এতে করিম ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে লাকমনকে উপর্যুপরি কোপাতে থাকেন।

এ সময় লাকমনের চিৎকার শুনে পুঞ্জির লোকজন ছুটে এলে করিম ও তাঁর সহযোগীরা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত লাকমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় লাকমন বাদী হয়ে করিমসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। লাকমনের দাবি, গতকাল করিম ও তাঁর সহযোগীরা প্রায় ২৫ হাজার টাকা পান চুরি করে নিয়ে গেছেন।

অভিযোগের বক্তব্য জানতে আবদুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, গতকাল রাতে লাকমন নিয়ালাংয়ের নামের এক ব্যক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।