হবিগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ

তারেক রহমানফাইল ছবি

হবিগঞ্জে এক দশক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. তাজুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার বাদী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ও মামলার নথিপত্র সঠিকভাবে উপস্থাপন করায় ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় মামলাটি খারিজ করে দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে একটি অনলাইন বাংলা সংবাদপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় ক্ষিপ্ত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ ঘটনায় মানহানির অভিযোগে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী আসাদুজ্জামান খান (তুহিন) বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।

মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনিভাবে মোকাবিলা করে আসছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

তারেক রহমানের আইনজীবী ও জেলা বিএনপির নেতা মো. নূরুল ইসলাম বলেন, বাদী মিথ্যা তথ্য দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন। আজ নির্ধারিত দিনে বাদী নিজেই অনুপস্থিত ছিলেন। আইনিভাবে তাঁরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন, মামলাটি মিথ্যা তথ্যের ভিত্তিতে করা। এ জন্য আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।