মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। সেই সঙ্গে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শপথ করেছে তারা। ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে আজ সোমবার প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এই শপথ নেন কৃতী শিক্ষার্থীরা।
আজ ফরিদপুরের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৬৯১ জন কৃতী শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এর আগে সকাল আটটা থেকে অনুষ্ঠানস্থল জেলার নয়টি উপজেলার শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে।
সদরপুর উপজেলা বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্র ইকবাল হোসেন বলে, ‘আজ আমাদের সংবর্ধনা জানানো হবে। এ আনন্দে সারা রাত ঘুমাতে পারিনি।’
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্রী সুদীপ্তা কর্মকার বলে, ‘আমরা পরিশ্রম করে ভালো ফল করেছি। এ জন্য শিখো-প্রথম আলো এ সংবর্ধনার আয়োজন করেছে। আমি পড়াশোনা করে যোগ্য নাগরিক হতে চাই, মানবিক বাংলাদেশ গড়তে চাই। চাই আদর্শ মানুষ হতে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশ করে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের তাসরিণ তারুন্নুম ও মধুখালী চিনিকল উচ্চবিদ্যালয়ের শিফাত মাহমুদ।
আয়োজনটিতে শিক্ষার্থীদের পাশাপাশি জেলার ১০ জন কৃতী শিক্ষককেও সম্মানিত করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
সম্মাননা পাওয়া ১০ শিক্ষকের মধ্যে ৯ জন হলেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবদুল কায়ুম, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, শিবরামপুর রাম গোপাল দীনবন্ধু একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিঞা, চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ঈশান ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব প্রসাদ দাস, আনসার উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম হায়দার ও গেরদা আবুল ফয়েদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাফে আক্তার।
শিক্ষকদের মধ্যে নাছিমা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, স্মার্ট দেশ গড়ে তুলবে।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘তোমাদের দিকে তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। তোমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের সেই সাফল্যের ভিত্তি রচনা করে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী। লালনগীতি পরিবেশ করেন বন্ধুসভার সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিঠুন দাস। এ ছাড়া নাচ পরিবেশন করেন বন্ধুসভার যুগ্ম সম্পাদক শম্পা কোমল ও সদস্য তৃষা দাস। লালনগীতির সঙ্গে হরবোলা পরিবেশন করেন বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবদুস সবুর।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে শিখোর পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপারের তিন মাস ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট সংস্করণের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।