বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, দুটি কারণে বিএনপি তাঁকে ভোট দেবে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বরিশাল নগরের পুলিশ লাইনস সড়কের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি নগর উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন, জবাব দেন নানা প্রশ্নের।
ফয়জুল করিমের কাছে জানতে চাওয়া হয়, ‘আপনারা শুরু থেকেই বলে আসছেন, বরিশালে বিএনপির সমর্থক ভোটাররা আপনাকে ভোট দেবেন, কেন এমনটা মনে হয়?’ এর জবাবে তিনি বলেন, ‘দুটি কারণে বিএনপি আমাকে ভোট দেবে। প্রথমত, বিএনপি বলে আসছে এই সরকারের প্রতি মানুষের সমর্থন নেই। সেটা প্রমাণ করতে হলে বিএনপির পক্ষের ভোট আমাকে দেবে। না হয় আওয়ামী লীগ জয়ী হলে তাদের কথা মিথ্যা প্রমাণিত হবে। দ্বিতীয়ত, অন্য কাউকে, বিশেষ করে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে প্রমাণ হবে, দলটি আসলে ভোট বর্জন করেনি, কৌশলে এই সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিয়েছে। এতে দলটির আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে।’
আরেক প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা আছে, তারপরও আমাদের আশা আছে বলেই এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। তারপরও বলব, দেশের মানুষ ভোট নিয়ে শঙ্কিত।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এ দেশে কারও নিজস্ব ভোটব্যাংক আছে, এটা আমি বিশ্বাস করি না। মানুষের আস্থা–বিশ্বাস যদি কোনো রাজনৈতিক দল, ব্যক্তি অর্জন করতে পারে, মানুষ সেই দল বা ব্যক্তিকেই ভোট দেয়, এটা পরীক্ষিত।’
‘বরিশালে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, একটি পক্ষ অভিযোগ করছে, আওয়ামী লীগের ইশারায় হঠাৎ আপনি মেয়র প্রার্থী হয়েছেন’, এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘এটা সম্পূর্ণ অমূলক একটি অভিযোগ। নির্বাচন ও যুদ্ধক্ষেত্রে গুজব রণকৌশলের অংশ, এটা তেমনই। যাঁরা এ ধরনের অভিযোগ তুলেছেন, সেটা প্রমাণের দায়িত্বও তাঁদের।’
আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।