মারা গেল ট্রেনের ধাক্কায় আহত হাতিটি

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাতিটি। আজ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালেছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত বন্য হাতিটি মারা গেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

হাতির মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান। তিনি বলেন, বন্য প্রাণী হাসপাতালে হাতিটির ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গত রোববার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়। লোহাগাড়া উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) উত্তর পাশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আজ মঙ্গলবার সকালে রেলওয়ের একটি রিলিফ ট্রেনে করে আহত হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালে নেওয়া হয়।

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন প্রথম আলোকে বলেন, অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর। একটি স্ত্রী হাতি ১৪ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে। এতে হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় আঘাত পায়। প্রচুর রক্তপাত হয় হাতিটির।