শ্রীপুরে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ আটকে মানববন্ধন
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সব আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির এক পর্যায়ে লাল কাপড় দেখিয়ে ঢাকা অভিমুখী আন্তনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন থামানো হয়। স্টেশনমাস্টারের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর ট্রেনটি চলাচলের জন্য রেলপথ ছেড়ে দেন তাঁরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় স্টেশনটির প্ল্যাটফর্মে ‘সুবিধাবঞ্চিত শিক্ষক-শিক্ষার্থী ও শ্রীপুরের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে মানববন্ধন হয়। একপর্যায়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেখানে পৌঁছালে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি থামান আন্দোলনকারীরা। পরে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের দিকে যাত্রা করে।
মানববন্ধনে বক্তারা জানান, শিল্পোন্নত শ্রীপুর উপজেলাজুড়ে সারা দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বসবাস করেন। তাঁরা সড়ক ও রেলপথে নিয়মিত যাতায়াত করেন। অথচ এ এলাকার রেলস্টেশনে কেবল একটি মাত্র আন্তনগর ট্রেন থামে। তাঁদের দাবি, শ্রীপুর তথা পুরো গাজীপুরের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলযাত্রা অবারিত করতে হবে। এতে মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি সরকারি কোষাগারেও উল্লেখযোগ্য আয় জমা হবে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী তপন বণিক বলেন, ‘আমরা আন্দোলন করে শ্রীপুরে যমুনা ট্রেন থামিয়েছি। এখন এই স্টেশন হয়ে যাত্রীরা যাতে অন্য আন্তনগর ট্রেনের সেবা নিতে পারেন, সে ব্যবস্থার জন্যই আমরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেছি।’
স্থানীয় বাসিন্দা ও মানববন্ধনে অংশ নেওয়া আমানুল্লাহ জানান, ‘সব আন্তনগর ট্রেনের টিকিট পাওয়ার ঘোষণা দিতে হবে। ঘোষণা না পেলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বিষয়টি নিয়ে রেলের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা হয়েছে জানিয়ে শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, ডিজি সাত দিনের সময় নিয়েছেন। এর মধ্যে এখন থেকে ব্রহ্মপুত্রসহ ওই রেলপথের সব আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যায়, এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।