চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটার সময় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জাহানারা বেগম (৫৩)। তিনি নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া পূর্ব শহীদ নগরের মোহাম্মদ আবুল কাশেমের স্ত্রী। তিনি কলেজ বাজার এলাকায় একটি এনজিওর কার্যালয়ে কাজে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ রাত আটটার সময় কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। ওই সময় সড়ক দিয়ে চলাচলরত একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।’