এক ঘরে পড়ে ছিল স্বামীর মরদেহ, আরেক ঘরে ঝুলছিল স্ত্রীর লাশ
সাতক্ষীরা সদর উপজেলায় ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার এক ঘরে পড়ে ছিল স্বামীর লাশ। আরেক ঘরে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর লাশ পাওয়া যায়। ঘর থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল, ‘আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। আর কেউ বিরক্ত করবে না...।’
আজ শুক্রবার সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের একটি বাড়িতে লাশ দুটি পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ও স্বজনেরা ধারণা করছেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় স্বামী আবুল কালাম আজাদকে (৪৫) হত্যার পর ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন স্ত্রী নাজমিন নাহার (৩৫)।
আবুল কালামের গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে। তবে তিনি দ্বিতীয় স্ত্রী নাজমিন নাহারকে নিয়ে সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে মোহন পালের বাড়িতে ভাড়া থাকতেন। উপজেলার ঝাউডাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী। তাঁর বড় স্ত্রী শারমিন খাতুন দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
আবুল কালামের ছোট ভাই ঝাউডাঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এনামুল ইসলাম বলেন, বছর দেড়েক আগে আবুল কালাম যশোর মনোহরপুর গ্রামের নাজমিন নাহারকে দ্বিতীয় বিয়ে করেন। বাড়ির কেউ তা মেনে না নেওয়ায় তিনি বাসা ভাড়া করে থাকেন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়ি ফেরেন। শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ এনামুলের কাছে সংবাদ আসে, তাঁর ভাইকে ছোট ভাবি হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তিনি ওয়ারিয়া গ্রামের ভাড়া বাড়িতে এসে দেখেন, এক ঘরে ভাইয়ের মরদেহ পড়ে আছে। অন্য ঘরে তাঁর ছোট ভাবি নাজমিন নাহার ঘরের ফ্যান ঝোলানো হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ ঝুলছে।
আবুল কালাম আজাদের পাশের দোকানদার ঝাউডাঙ্গা বাজারের ওহিদুজ্জামান জানান, সকালে দোকান না খোলায় আবুল কালামের কয়েকজন গ্রাহক এসে খোঁজাখুঁজি করতে থাকেন। তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি। একপর্যায়ে গ্রাহকদের অনুরোধে সকাল ১০টার দিকে তিনি আবুল কালাম আজাদের বাড়িতে যান। গিয়ে দেখেন, এক ঘরে আবুল কালামের মরদেহ পড়ে আছে। অন্য ঘরে তাঁর স্ত্রীর মরদেহ ঝুলছে। বিষয়টি সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মোহন পালকে জানানো হয়।
বাড়ির মালিক মোহন পাল জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ঝাউডাঙ্গা ইউপি সদস্য ইদ্রিস আলী, দফাদার মো. কামরুজ্জামান ও চৌকিদার আবদুল্লাহ মামুনকে জানানো হয়। তাঁদের কাছ থেকে খবর পেয়ে বেলা একটার দিকে সাতক্ষীরা সদর থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইউপি সদস্য ইদ্রিস আলী বলেন, আবুল কালামের বুকে কালির কলম দিয়ে লেখা ছিল, ‘সরি জান, আই লাভ ইউ।’ ধারণা করা হচ্ছে, হত্যার পর তাঁর স্ত্রী নাজমিন নাহার এসব লিখেছেন। সেখানে একটা চিরকুটে লেখা ছিল, ‘আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। আর কেউ বিরক্ত করবে না।’
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ ঘটনাস্থল থেকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমিন নাহার তাঁর স্বামী আবুল কালাম আজাদকে খাদ্যের সঙ্গে কিছু খাইয়ে প্রথমে অচেতন করে ফেলেন। পরে তাঁকে মাথায় আঘাত করে ও গলায় সরু রশি পেঁচিয়ে শ্বাস রোধে হত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিতভাবে অভিযোগ করেননি।