নয়াপল্টনে মহাসমাবেশে রাবার বুলেটবিদ্ধ মজিবর রহমান সরোয়ার, দাবি বিএনপির
রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ চলাকালে পুলিশের হামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার রাবার বুলেটবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। তাঁর বাঁ চোখের নিচে ও শরীরে তিনটি রাবার বুলেট লাগে। এ ছাড়া বরিশাল থেকে সমাবেশে যোগ দেওয়া বিএনপির আরও অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সমাবেশ চলাকালে পুলিশের ছোড়া তিনটি রাবার বুলেট মজিবর রহমান সরোয়ারের গায়ে লাগে। এ সময় তিনি লুটিয়ে পড়লে সঙ্গে থাকা নেতা-কর্মীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।
প্রায় ২০ বছর বরিশাল মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন মজিবর রহমান সরোয়ার। বরিশাল সদর আসনের চারবার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন তিনি।
মহাসমাবেশে আহত বরিশালের বিভিন্ন স্তরের ২০ জন নেতা-কর্মীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকে রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাপ্পি, নগরের ৬ নম্বর শ্রমিক দলের সদস্য মো. মানিকের নাম জানা গেছে। তাঁরা রাবার বুলেটবিদ্ধ হয়েছেন।
এর আগে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে বরিশালের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত বরিশালের বিভিন্ন স্থান থেকে দলটির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য লঞ্চ থেকে নেমে ঢাকায় প্রবেশকালে আজ ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য কাজী গোলাম কিবরিয়া ওরফে মুন্না, ওয়ার্ড সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা-পুলিশ। ঢাকায় প্রবেশকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বরিশালের সরকারি বি এম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ খানকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।
এ ছাড়া ঢাকায় অবস্থানকালে শ্যামবাজার থেকে শুক্রবার দিবাগত রাত আটটায় বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাবুল সরদার ও মহানগর জাতীয়তাবাদী আলফা টেম্পো শ্রমিক দলের নেতা মো. বেল্লাল আকনকে সূত্রাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।