সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের আদেশ
ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যাংক এশিয়া চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখা থেকে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামের নেওয়া ১৪ কোটি ৬৩ লাখ টাকার ঋণের বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক নেই। ব্যাংক কর্তৃপক্ষ আদালতকে জানায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেন সাইফুজ্জামান। এই অবস্থায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নগরের বহদ্দারহাট শাখায় তাঁর প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে থাকা হিসাবটিতে লেনদেন স্থগিত রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাতের দুবাইয়ে সাইফুজ্জামানের স্থাবর-অস্থাবর সম্পত্তি থাকার তথ্য উঠে এসেছে। গত নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে জানায়, একজন মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩০০ কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে। পরে এই মন্ত্রীকে সাইফুজ্জামান চৌধুরী হিসেবে চিহ্নিত করা হয়। জানা যায়, যুক্তরাজ্যে স্ত্রী রুখমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামে কোম্পানি খুলেছেন সাবেক মন্ত্রী।