কুমিল্লার ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো প্রশ্ন করলে উত্তর দেয়
কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে পরিচালিত ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো প্রশ্ন করলে উত্তর দেয়। নামও বলে দেয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান রোবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে রোবটটি তৈরি করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল নাথ, তৌসিফ বিন পারভেজ, অনিক চক্রবর্তী ও মহিউদ্দিন খান। তাঁদের ভাষ্য, এটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অত্যাধুনিক রোবট।
সঞ্জিত মণ্ডল বলেন, রোবটটি তৈরিতে ১১ মাস ৯ দিন লেগেছে। খরচ হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা। এতে ২৯টি শক্তিশালী সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে, যাতে রোবটটি সহজে চলাচল (মুভমেন্ট) করতে পারে। এ ছাড়া চলার জন্য ব্যবহার করা হয়েছে হাইটর্কের ডিসি মোটর। পরিচালনা করার জন্য রয়েছে সেভেন ইঞ্চি রাসবেরি পাই টাচ ডিসপ্লে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, গত বছর কুমিল্লায় খুদে বিজ্ঞানীদের ক্লাব ফ্যাবল্যাব স্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রোবট তৈরির নানা কৌশল আয়ত্ত করে। এ ছাড়া কুমিল্লায় একটি স্কুল অব রোবোটিকস স্থাপন করা হয়। চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে গতিশীল করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লায় এখন স্কুল–কলেজের ছেলেমেয়েরা রোবট বানাতে পারছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।