‘ভুল করে’ অ্যানেসথেসিয়া দেওয়া হয় দুই রোগীকে, ১০ মিনিটের মধ্যে মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দুজন রোগীর মৃত্যুর পর হাসপাতাল ফটকে বিক্ষোভ করেন স্বজনরা। বুধবার সকালে
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়ার ১০ মিনিটের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি এক নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মৃত দুজন হলেন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে মনিরুজ্জামান মল্লিক (৩২) ও নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে জহিরুল ইসলাম (২২)। তাঁদের মৃত্যুর খবরে স্বজনেরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিক্ষোভও করেন। তাঁরা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান। আর পেটে ব্যথার কারণে গত রোববার ভর্তি হন জহিরুল। আজ সকালে দুজনের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডে দুজনকে ইনজেকশন পুশ করেন। এরপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই মারা যান দুই রোগী।

মোজাফফর নামের এক রোগীর স্বজন জানান, অ্যানেসথেসিয়া অস্ত্রোপচারকক্ষে প্রয়োগ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডেই প্রয়োগ করেন নার্স। এতেই বিপত্তি ঘটে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার বলেন, নার্সকে বলা হয়েছিল দুই রোগীকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার জন্য। কিন্তু নার্স ভুলে অ্যানেসথেসিয়ার ইনজেকশন পুশ করে ফেলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটে। অপারেশন শুরুর আগে অ্যানেসথেসিয়া ইনজেকশন চিকিৎসকের দেওয়ার কথা ছিল।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে হেলিশ রঞ্জন সরকার বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।