কুমিল্লায় সীমান্ত থেকে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ বাজি জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোয়া কোটি টাকার মূল্যের ভারতীয় আতশবাজি আটক করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বুধবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটক বাজার পোস্টের বিশেষ টহল দল বুধবার ভোরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের মিয়াবাজার ফুড প্যালেসসংলগ্ন এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৯৭ হাজার ৮০০টি ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।