ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী আজ সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) তাঁর বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।’
গতকাল কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার’ আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয়, মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে কাজগুলো করবেন, সেদিকে মনোযোগ দিচ্ছেন। তারা (বিএনপি) এখন আন্দোলনের কথা বলবেন। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’
পরে আজ দুপুরে কসবা উপজেলার কুটি বাজার-কসবা পুরোনো বাজার ডিসি সড়কের বিজনা নদীতে একটি সেতুর উদ্বোধন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, তারা (বিএনপি) কত ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন, তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা দেখেছেন, ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া—এটা বিএনপির অভ্যাস।’
বিজনা নদীতে অ্যাডভোকেট সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের সামনে ২৪ ফুট প্রস্থ ও ৮৮ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৬৩ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী প্রমুখ।
বিকেলে আইনমন্ত্রীর কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।