দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ, পরে মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের একটি মণ্ডপে গতকাল শুক্রবার দুপুরের পর পূজা দেখতে গিয়েছিল দুই শিশু। কিন্তু বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে গতকাল রাত ১১টার দিকে বারাদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের সেতুর পাশের মাথাভাঙ্গা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো আঠারোখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ তাসিফ (৮) ও হুমায়ুন কবীরের ছেলে মো. হুজাইফা (১০)। আজ সকালে তাঁদের দাফন করার কথা আছে।

আরও পড়ুন

নিহত দুই শিশুর স্বজন ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরের পর পূজা দেখতে বাড়ির পাশে একটি মণ্ডপে গিয়েছিল তাসিফ ও হুজাইফা। কিন্তু দীর্ঘ সময় পরও তাঁরা বাড়িতে ফেরেনি। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। রাত সাড়ে ১০টার দিকে আঠারোখাদা গ্রামে সেতুর কাছাকাছি মাথাভাঙ্গা নদীর পূর্ব তীরে একটি শিশুর স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশ ও গ্রামবাসীর সহযোগিতায় নদীতে খোঁজ শুরু করা হয়। রাত ১১টার দিকে মাছ ধরা জাল টেনে দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) চায়না খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুদের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।