২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সিঁড়ি থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পান। তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি জানালে চন্দ্রিমা থানা-পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাঁরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান প্রথম আলোকে বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেলসদৃশ বস্তু দুটি দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি জানান। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করে পুলিশ। পরে মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেগুলো নিষ্ক্রিয় করেন। মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ককটেলসদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। তাঁরা এসে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।