একাধিক বিয়ের অভিযোগে স্ত্রীর করা মামলায় নবাবগঞ্জে আওয়ামী নেতা গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে প্রতারণা করে একাধিক বিয়ের অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন ওরফে পাবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাবির হোসেন নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর গ্রামের বাসিন্দা। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।

বলমন্তরচরের বাসিন্দা ও সাবেক ব্যাংকার আবদুর রউফ মণ্টু অভিযোগ করেন, ‘পাবেল একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর বাহিনীর অত্যাচারে নবাবগঞ্জবাসী অতিষ্ঠ ছিল। আমার বাসায় ২০২৩ ও ২৪ সালে পরপর দুই বার গুলি করে পাভেল। ওই সময় প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাইনি। তবে সে গ্রেপ্তার হওয়াতে এলাকায় শান্তি ফিরে আসবে।’

ব্যবসায়ী আরিফ হোসেনের অভিযোগ, ‘২০২০ সালের ১৮ জুলাই পাবেল ও তাঁর বাহিনীর লোকজন আমার ক্যাবল ব্যবসা দখল করতে অফিসে হামলা চালায়। এ সময় ভাগনে সাজিদসহ কয়েকজন আহত হয়। পরে আমাকে হত্যার জন্য তারা কিলার ভাড়া করে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় জিডি ও অভিযোগ আছে।’

পাভেলের বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি আছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, তাবিরের প্রথম স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।